রেকর্ডের রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ১ রানে হারাল ও.ইন্ডিজ

রেকর্ডের রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ১ রানে হারাল ও.ইন্ডিজ

শেয়ার করুন

Darren Bravo of the West Indies celebrates the win during the 1st international T20 Trophy match between India and the West Indies held at the Central Broward Stadium in Fort Lauderdale, Florida, United States of America on the 27th August 2016 Photo by: Ron Gaunt/ BCCI/ SPORTZPICS

স্পোর্টস ডেস্ক :

রেকর্ডময় এক রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের দেয়া ২৪৬ রানের টার্গেটে খেলতে নেমে ২৪৪ রানে থামে ভারতের ইনিংস।

যুক্তরাষ্ট্রের লডারহিলে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। জনসন চার্লস ও এভিন লুইস। ৯ দশমিক ৩ ওভারে ১২৬ রান যোগ করেন। চার্লস ৭৯ রানে আউট হলেও লুইস তুলে নেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। শেষ দিকে কাইরন পোলার্ড ২২ রান করলে ৬ উইকেটে ২৪৫ রানের পাহাড় সমান স্কোড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে যা তৃতীয় সর্বোচ্চ স্কোর।

জবাবে- দলীয় ৪৮ রানে ২ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে ভারত। তবে তৃতীয় উইকেটে রোহিত শর্মা ও লোকেশ রাহুল ৮৯ রান যোগ করে দলকে জয়ের পথ দেখান। রোহিত ৬২ রানে বিদায় নিলেও লোকেশ রাহুল তুলে নেন শতরান। শেষ ওভারে ভারতের দরকার ৮ রান। ক্রিজে সেঞ্চুরি করা লোকেশ এবং অধিনায়ক ধোনি। কিন্তু ব্রাভোর নাটকীয় ওভারে ৬ রান তুলতে সক্ষম হয় ভারত। শেষ বলে দুই রান দরকার ছিল, কিন্তু ব্রাভোর বলে স্যামুয়েলস এর হাতে ক্যাচ দিয়ে হার নিয়ে মাঠ ছাড়েন ধোনি।  লোকেশ ১১০ রানে অপরাজিত থাকেন।

এই ম্যাচে অনেক গুলো রেকর্ড নতুন করে লিখেছে ভারত আর ওযেস্ট ইন্ডিজ। ২১ টি ছক্কা হাকিয়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৯টি ছক্কার রেকর্ড ছিল হল্যান্ডের, ২০১৪ বিশ্বকাপে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে।

শুধু ওয়েস্ট ইন্ডিজ নয় দুই দল মিলিয়ে ৩২ টি ছক্কা মেরেছে। এর চেয়ে বেশি ছক্কা হাঁকায়নি আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে। ২০১৪ বিশ্বকাপে আয়ারল্যান্ড-হল্যান্ড ম্যাচে ৩০টি ছক্কা ছিল এর আগের রেকর্ড।

দুই দল মিলিয়ে ৪৮৯ রান তুলেছে। যা যেকোনো ধরনের টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে দুই দল মিলিয়ে সর্বোচ্চ রান ছিল ৪৬৭, যেটি হয়েছিল ২০১৫ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে।

এক ম্যাচে দুই সেঞ্চুরি দেখেনি বিশ্ব। েএই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এভিন লুইস সেঞ্চুরি করেছিলেন ৪৮ বলে। পাল্টা জবাবে ৪৬ বলে সেঞ্চুরি করেন ভারতে লোকেশ।

 

শুধু ওয়েস্ট ইন্ডিজ নয় দুই দল মিলিয়ে ৩২ টি ছক্কা মেরেছে। এর চেয়ে বেশি ছক্কা হাঁকায়নি আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে। ২০১৪ বিশ্বকাপে আয়ারল্যান্ড-হল্যান্ড ম্যাচে ৩০টি ছক্কা ছিল এর আগের রেকর্ড।

দুই দল মিলিয়ে ৪৮৯ রান তুলেছে। যা যেকোনো ধরনের টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে দুই দল মিলিয়ে সর্বোচ্চ রান ছিল ৪৬৭, যেটি হয়েছিল ২০১৫ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে।

এক ম্যাচে দুই সেঞ্চুরি দেখেনি বিশ্ব। েএই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এভিন লুইস সেঞ্চুরি করেছিলেন ৪৮ বলে। পাল্টা জবাবে ৪৬ বলে সেঞ্চুরি করেন ভারতে লোকেশ।