৯ উইকেট হাতে রেখেই লিড নিল লংকানরা

৯ উইকেট হাতে রেখেই লিড নিল লংকানরা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আগের দিনের কোন উইকেট না হারিয়ে ৫৪ রান নিয়ে ব্যাট করতে নামেন ২৫ করে রান করা করুনারত্নে এবং উপুল থারাঙ্গা।কলম্বোতে বাংলাদেশের শততম টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ১৩২ রান। হাতে ৯ উইকেট রেখেই লিড নিল লংকানরা।

স্কোর বোর্ডে মাত্র ৩ রান যোগ হতেই আউট হন থারাঙ্কা। মেহেদী মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর ওয়ান ডাউনে নামা কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন করুনারত্নে। তিনি ক্যারিয়ারে তুলে নেন দ্বাদশতম অর্ধশত রান।

তৃতীয় দিনে ১২৯ রানে পিছিয়ে থেকে শেষ ঘন্টায় ব্যাট করে শ্রীলংকা। বাংলাদেশ বোলারদের সতর্কতার সঙ্গে খেললেও, দ্রুত রান তোলেন ওপনোর করুণারত্নে ও উপুল থারাঙ্গা। স্বাগতিকদের ওভার প্রতি রান তোলার গড় ছিলো ৪ দশমিক এক পাঁচ।

এরআগে সাকিবের সেঞ্চুরি আর মুশফিক-মোসাদ্দেকের ফিফটিতে শ্রীলংকার বিপক্ষে প্রথম ইনিংসে ১২৯ রানে লিড নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ বিকেলে টালমাটাল ব্যাটিং,বাংলাদেশ তৃতীয় দিনে কাটিয়ে ওঠে মুশফিক-সাকিবের ব্যাটে।

উইকেটের ওপর আস্থা রেখে এ দুই ব্যাটসম্যান ওয়ানডে স্টাইলে রান তোলেন।ক্যারিয়ারে সপ্তদশ হাফ-সেঞ্চুরি করা মুশফিক, বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় নতুন বলের দ্বিতীয় ওভারেই ব্যাক্তিগত ৫২ রানে লাকমালের বলে আউট হন। এরপর অভিষিক্ত মোসাদ্দেক সৈকতকে নিয়ে ১৩১ রানের পার্টনারশিপ গড়েন সাকিব।

লাঞ্চের আগে ফিফটি করা সাকিবও তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তবে, ১১৬ রানে সাকিবের বিদায়ের পর বাংলাদেশ ইনিংস বেশি লম্বা হয়নি। অভিষিক্ত মোসাদ্দেকের ৭৫ রানের ইনিংসে বাংলাদেশ করে ৪৬৭ রান। হেরাত ও সান্দাকান ৪টি করে উইকেট নিয়েছেন।