৪৮ দল নিয়ে জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু

৪৮ দল নিয়ে জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু

শেয়ার করুন

Football

ক্রীড়া ডেস্ক।।

দেশের ৬টি ভেন্যুতে শুরু হয়েছে বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলছে ৪৮ দল। এর মধ্যে রয়েছে ৪৭টি জেলা ও বাংলাদেশ আনসার দল।

প্রতিযোগিতা উপলক্ষে শনিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, এবার ৬ ভেন্যুতে খেলা হবে। এরই মধ্যে চার ভেন্যুতে খেলা শুরু হয়েছে।

ছয় ভেন্যু হচ্ছে ফেনী, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, রাজশাহী ও পঞ্চগড়। এর মধ্যে শনিবার শুরু হয়েছে ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, রাজশাহী ভেন্যুর খেলা। ফেনী ও পঞ্চগড়ের খেলা শুরু হবে ৩১ ডিসেম্বর।

চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানার্সআপ দলকে ২৫ হাজার এবং প্রতি ম্যাচের বিজয়ী দলকে ৫ হাজার টাকা করে দেবে বাফুফে।

সংবাদ সম্মেলনে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোগহাগ, কো-স্পন্সর আনোয়ার গ্রুপের জেনারেল ম্যানেজার সৈয়দ ইকবাল আহমেদ, ম্যাক্স গ্রুপের মো. ছানাউল হক বকুল, বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী ও বাফুফের নারী কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল কবীর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।