২৯৩ রানে অলআউট ইংল্যান্ড

২৯৩ রানে অলআউট ইংল্যান্ড

শেয়ার করুন

mirajএটিএন টাইমস ডেস্ক:

প্রথম দিনে সাত উইকেট হারানো ইংল্যান্ডকে দ্রুত অলআউট করার লক্ষ্য নিয়ে দ্বিতীয় দিনের শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ।

তাইজুল ইসলামের করা প্রথম ওভারের প্রথম বলেই আউট হন ক্রিস উকস আর আদিল রশিদকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত এ বা-হাতি স্পিনার তাইজুল। সাব্বির রহমানের হাতে ধরা পড়েন তিনি।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন টাইগার স্পিনারদের আধিপত্যে ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শেষ করে ইংলিশরা। প্রথম দিনে মাত্র ২১ রানে টপ অর্ডার ৩ ব্যাটসম্যানকে আউট করে ইংলিশদের ব্যাকফুটে ফেলে দেয় বাংলাদেশের স্পিনাররা।

তবে চতুর্থ উইকেটে জো রুট ও মঈন আলীর ৬২ রানের পার্টনারশীপ ও ষষ্ঠ উইকেটে জনি বেয়ারস্টো ও আলীর ৮৮ রানের জুটি ইংলিশদের ব্যাটিং বিপর্জয় কাটিয়ে উঠতে সহায়তা করে। বাংলাদেশের পক্ষে অভিষিক্ত মেহেদী মিরাজ নেন ৬ উইকেট।

বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৯ রানে মঈন আলীর এক ওভারে দুই উইকেট হারিয়ে বুঝিয়ে দেয় ২৯৩ রানও অনেক। মঈন আলীর এ ওভারে ইমরুল বোল্ড হন আর মমিনুল বেন স্টোকসের এক দুর্দান্ত ক্যাচে প্যাভালিয়নে ফিরে যান।

লাঞ্চের পরে নেমে  ৬১ রানে ব্যাটিং করছে বাংলাদেশ। মাঠে আছেন ওপেনার তামিম ইকবাল ২৮ (৬৬) এবং মাহমুদুল্লাহ রিয়াদ ১০ (১৯) রানে।