২০১৯ বিশ্বকাপে মাশরাফির বিকল্প অধিনায়কের কথা ভাবছে বোর্ড: পাপন

২০১৯ বিশ্বকাপে মাশরাফির বিকল্প অধিনায়কের কথা ভাবছে বোর্ড: পাপন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা। সামনে থেকে নেতৃত্ব দিয়ে উজ্জীবীত করেন দলকে। চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্যের পরো প্রশ্নবিদ্ধ তাঁর অধিনায়কত্ব। আইসিসির বোর্ড মিটিং শেষে দেশে ফিরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি জানান, ২০১৯ বিশ্বকাপে বিকল্প অধিনায়কের কথা ভাবছে বোর্ড।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফি।  বাংলাদেশ সফল দুটোতেই।  আর পুরো দলকে একই সুতোয় গেথে সাফল্য নিশ্চিত করার মুন্সীয়ানাটাই অধিনায়ক মাশরাফির। শুধু নেতৃত্বে গুণেই নয়, নিজের পারফরমেন্স দিয়েই তিনি অনায়াসে থেকে যেতে পারেন দলে।

শুধু নেতৃত্বে গুনের কারণে মাশরাফিকে রাখা উচিত জাতীয় দলে। সম্প্রতি এমন অভিমত ব্যক্ত করেছেন বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির চেয়্যারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন।

এদিকে, বিসিবির সাবেক কর্মকতা খন্দকার জামিল উদ্দিন টেলিফোনে সাম্প্রতিক এই বিতর্ক ওঠা উচিত ছিল না বরে মন্তব্য করেছেন। ক্রিকেটের চলমান সুসময়ে এই অনাকাঙ্খিত বিতর্ক ভালো নয়, বরং মন্দই করবে জাতীয় দলের জন্য।