২০১৮ বিশ্বকাপের ট্রফির সফর সূচীর উদ্বোধন

২০১৮ বিশ্বকাপের ট্রফির সফর সূচীর উদ্বোধন

শেয়ার করুন

gettyimages-805771002স্পোর্টস ডেস্ক :

২০১৮ বিশ্বকাপের ট্রফির সফর সূচীর উদ্বোধন করলেন ফিফা জেনারেল সেক্রেটারী ফাতমা সামোরা। আর আয়োজক হিসেবে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী।

রাশিয়ার রাজধানী মস্কোর লুজনিকি স্টেডিয়াম যার ধারণক্ষমতা ৮১ হাজার দর্শক। যেখানে অনুষ্ঠিত হবে ২০১৮ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আর এ স্টডিয়াম থেকে শুরু হবে বিশ্বকাপ ট্রফির ভ্রমণযাত্রা। প্রথমেই রাশিয়ার বিভিন্ন শহর প্রদক্ষিণ করবে ট্রফি।

এরপর ফিফার সদস্যভুক্ত দেশগুলোতে যাবে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে বিশ্বকাপের মুল আসর শুরু হওয়ার আগ পর্যন্ত দেশটির ২৪টি শহর ঘুরবে ট্রফিটি। প্রথমেই যাবে বিখ্যাত পর্যটন নগরী কেলিংগার্ডে, আর এর যাত্রা শেষ হবে বন্দর নগরী ভ্লাদিভসতকে।