২০০ মিটারের স্বর্ণও থম্পসনের

২০০ মিটারের স্বর্ণও থম্পসনের

শেয়ার করুন

Screen_Shot_2016-08-17_at_9.34.46_PM.0.0
স্পোর্টস ডেস্ক :

রিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটারের পর ২০০ মিটার দৌড়েও স্বর্ণ জিতলেন জ্যামাইকার এলেইন থম্পসন। আর মেয়েদের লং জাম্পে স্বর্ণ জয় করেন যুক্তরাষ্ট্রের টিয়ানা বারটোলেটা।

২১দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন দ্রুততম মানবী থম্পসন। ২৪ বছর বয়সী থম্পসনের গতির সঙ্গে শেষ পর্যন্ত পাল্লা দিতে পারেননি বেইজিংয়ে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাকেই পেছনে ফেলা স্কিপার্স। ২১ দশমিক ৮৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন এই তারকা।

এদিকে ক্যারিয়ারের সেরা লাফ দিয়ে রিও অলিম্পিকে মেয়েদের লং জাম্পের সোনা জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের টিয়ানা বারটোলেটা। গেমসের দ্বাদশ দিনে বুধবার টিয়ানা এক লাফে পার করেন ৭ দশমিক ১৭ মিটার, যা তার ব্যক্তিগত সেরা।

টিয়ানার স্বদেশী গতবারের সোনাজয়ী ব্রিটনি রিস ফাইনালের শেষ লাফে ৭ দশমিক ১৫ মিটার দূরত্ব অতিক্রম করে রুপা জেতেন।