হ্যামিলটন টেস্টে বৃষ্টির হানা

হ্যামিলটন টেস্টে বৃষ্টির হানা

শেয়ার করুন

 

The covers come out as the rain comes down during day one of the second Test cricket match between New Zealand and Pakistan at Seddon Park in Hamilton on November 25, 2016. / AFP / MICHAEL BRADLEY        (Photo credit should read MICHAEL BRADLEY/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও বৃষ্টির বাগড়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র ২১ ওভারের খেলা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৭৭ রান।

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি। হ্যামিলটনেও শুরুটা হলো বৃষ্টি দিয়েই। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান দলপতি আজহার আলী। স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা মিসবাহ উল হকের জায়গায় অধিনায়কত্ব করেন আজহার।

Pakistan's Sohail Khan (L) bowls during day one of the second Test cricket match between New Zealand and Pakistan at Seddon Park in Hamilton on November 25, 2016. / AFP / MICHAEL BRADLEY        (Photo credit should read MICHAEL BRADLEY/AFP/Getty Images)

বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হয়। প্রথম ওভারেই টম লাথামকে শুন্য রানেই ফেরান সামি আসলাম। আর দলীয় ৩৯ রানে আমিরের বলে ফেরেন কেন উইলিয়ামসন। উইলিয়ামসেনর ব্যাট থেকে আসে ১৩ রান। জিৎ রাভাল ৩৫ ও ২৯ রান নিযে ক্রিজে আছেন রস টেলর।