হোয়াইট ওয়াশ এড়াতে মঙ্গলবার নামছে পাকিস্তান

হোয়াইট ওয়াশ এড়াতে মঙ্গলবার নামছে পাকিস্তান

শেয়ার করুন

The Pakistan cricket team pose for a photo with pink caps in front of the member stand before a training session at the SCG in Sydney on January 2, 2017. The pink caps are in support of the McGrath Foundation, a breast cancer support charity run by former Australian cricket player Glenn McGrath who lost his wife to breast cancer. / AFP / WILLIAM WEST / IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE        (Photo credit should read WILLIAM WEST/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মঙ্গলবার ভোরে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

প্রথম দুই টেস্ট জিতে এরই তিন ম্যাচ সিরিজে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তাই শেষ টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাই মূল লক্ষ্য স্টিভেন স্মিথদের। অন্যদিকে নিয়ম রক্ষার ম্যাচে জিতে নিজেদের শেষ সম্মানটুকু বাঁচাতে চায় পাকিস্তান।Pakistan's Wahab Riaz (C) shares a light moment with teammates during a cricket training session at the SCG in Sydney on January 2, 2017. Pakistan take on Australia in the third cricket Test match starting on January 3. / AFP / WILLIAM WEST / IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE        (Photo credit should read WILLIAM WEST/AFP/Getty Images)

অবসরের জল্পনা কল্পনা সরিয়ে সিডনি টেস্টে দলের সঙ্গে থাকছেন অধিনায়ক মিসবাহ উল হক। আগের টেস্টের দল নিয়েই মাঠে নামার পরিকল্পনা পাকিস্তানের। তবে অস্ট্রেলিয়া দলে যোগ হতে পারে নতুন মুখের। অলরাউন্ডার হিলটন কার্টরাইটের টেস্টে অভিষেক হওয়ার অপেক্ষা। এছাড়া জেকসন বার্ডের স্থলে দলে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার স্টেভি কেফি।