হোয়াইট-ওয়াশের লজ্জা এড়াতে পারলনা বাংলাদেশ

হোয়াইট-ওয়াশের লজ্জা এড়াতে পারলনা বাংলাদেশ

শেয়ার করুন

CRICKET-RSA-BAN-ODIস্পোর্টস ডেস্ক:

হোয়াইট-ওয়াশের লজ্জা এড়ানো হলো না বাংলাদেশের। ইস্ট লন্ডনে সিরিজের শেষ ম্যাচেও বড় পরাজয় সফরকারিদের। এবার তাদের পরাজয়ের ব্যবধান ২০০ রানের। টস জিতে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার বড় স্কোরের ভিত তৈরি হয় ওপেনিং ও দ্বিতীয় উইকেটের সেঞ্চুরিতে পার্টনারশিপে।

ওপেনার ডি কক ও বাভুমার ১১৯ এবং ডুপ্লেসি ও মার্করামের অবিছিন্ন ১৫১ রানের জুটিতে ৬ উইকেটে ৩৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। ডি কক ৭৩, অভিষিক্ত মার্করাম ৬৬ এবং ডুপ্লেসিস ৯১ রানে রিটায়ার্ড হার্ট হন। মিরাজ ও তাসকিন ২টি করে উইকেট নেন।

জবাবে, প্যাটারসন ও রাবাদার কাছে বাংলাদেশ টপ-অর্ডাররা এই ম্যাচেও ছিলেন অসহায়। ৬১ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ অলআউট হয় ১৬৯ রানে। সাকিব আল হাসান ৬৩ এবং সাব্বির করেন ৩৯ রান। প্যাটারসন ৩টি ও মার্করাম ২টি করে উইকেট নেন।