হোয়াইট ওয়াশ এড়াতে শনিবার নামছে টাইগার বাহিনী

হোয়াইট ওয়াশ এড়াতে শনিবার নামছে টাইগার বাহিনী

শেয়ার করুন

Bangladesh's keeper (R) Nurul Hasan Sohan calls for an LBW decision on New Zealand's Tom Latham during the 2nd one day international cricket match match between New Zealand and Bangladesh at the Saxton Oval in Nelson on December 29, 2016.  / AFP / Marty Melville        (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

শনিবার নেলসনে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

এরই মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা।  তাই ওয়াইওয়াশ এড়াতে শেষ ওয়ানডে ম্যাচটি অত্যান্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে টাইগাররা।  শেষ ওয়ানডে জিতে কিউইদের বিপক্ষে ঘুরে দাড়াতে চায় মাশরাফি বাহিনী।

প্রথম ওয়ানডেতে বাজে ফিল্ডিং ও দ্বিতীয় ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণেই স্বাগতিকদের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে হতাশা ভুলে শেষ ওয়ানডে ম্যাচটা জিততে চান মাশরাফিরা।

এদিকে  এ পর্যন্ত ২৬ বার মুখোমুখিতে ১৮ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে নিউজিল্যান্ড। আর বাংলাদেশের জয় ৮টিতে। শেষ ওয়ানডেতে মাশারাফিদের হারিয়ে ওয়াটওয়াশ করতে মরিয়া ব্ল্যাকক্যাপসরা।