হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ

হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ

শেয়ার করুন

267930স্পোর্টস ডেস্ক :

চট্টগ্রাম সিরিজের শেষ টেস্টে হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। জয়ের জন্য অস্ট্রেলিয়াকে মাত্র ৮৬ রানের টর্গেট দিয়েছে স্বাগতিকরা।

এর আগে, ৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে টাইগাররা। কিন্তু দলীয় ৪৩ রানে সৌম্য, তামিম, ইমরুল, সাকিব ও নাসির হোসেনের উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে সাব্বির রহমানকে নিয়ে মুশফিকু কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু ব্যক্তিগত ২৪ রানে বিদায় নেন সাব্বিরও। এরপর মুমিনুলকে সাথে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছিলেন মুশফিক। কিন্তু ৩১ রান প্যাভিলিয়নে ফিরেন তিনি।। পরে মুমিনুলও বিদায় নেন ২৯ রানে। অলরাউন্ডার মিরাজ ইনিংস এগিয়ে নেয়ার চেস্টা করলেও যোগ্য সঙ্গীর অভাবে তা আর হয়নি।

শেষ ১৫৭ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। মাত্র ৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও রেন-শ দেখে শুনেই ব্যাট করছে স্বাগতিক বোলারদের বিরুদ্ধে।