হারের ক্ষত নিয়ে রাতে মাঠে নামছে বার্সেলোনা

হারের ক্ষত নিয়ে রাতে মাঠে নামছে বার্সেলোনা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের কাছে হারের ক্ষত নিয়ে আজ লা লিগায় আবারো মাঠে নামছে বার্সেলোনা। লিগে নিজেদের ৩২তম ম্যাচে বার্সার প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। অন্যম্যাচে ফুরফুরে মেজাজে থাকা রিয়াল মাদ্রিদ খেলবে স্পোর্টিং গিজনের বিপক্ষে।

সর্বশেষ লিগ ম্যাচে দুর্বল মালাগার কাছে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসেরকাছে হার।আত্মবিশ্বাস তাই তলানীতে বার্সেলোনার। সঙ্গে নিষেধাজ্ঞার খাঁড়া- ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের অনুপস্থিতি। সব মিলিয়ে খুব একটা স্বস্তিতে নেই কাতালানরা।

৩১ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে বার্সা। অন্যদিকে এক ম্যাচ কম খেলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ৭১ পয়েন্টে রয়েছে শীর্ষে। তাইলিগ শিরোপার লড়াইয়ে টিকে থাকতে এ ম্যাচে জয় পাওয়াটা গুরুত্বপূর্ন তাদের জন্য।

আর ৫২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে সোসিয়েদাদ।সর্বশেষ ৫ দেখায় বার্সার ৪ টি জয়ের বিপরীতে সোসিয়েদাদের জয় মাত্র একটিতে।আর শেষ মোকাবিলায় বার্সার কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরেছিল তারা। তাই স্বভাবতই এ ম্যাচে এগিয়ে থেকেই মাঠে নামবে বার্সেলোনা।

টানা দুই ম্যাচ হারের পর এ ম্যাচে বার্সা ঘুরে দাঁড়াবে বলে আশা কাতালান কোচ লুইস এনরিকের । বার্সার ঘরের মাঠ নূ ক্যাম্পে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় মাঠে নামবে দুই দল।