হাতে চোট পেয়েছেন মুশফিক

হাতে চোট পেয়েছেন মুশফিক

শেয়ার করুন

মুশফিকস্পোর্টস ডেস্ক

অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বুধবার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল।

এসময় বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে স্বস্তির খবর হলো মুশফিকের চোট তেমন গুরুত্বর নয়। এমনটাই নিশ্চিন্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

তিনি জানান, চোট তেমন গুরুত্বর নয়, তবে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাকে। এরপরই ঢাকা টেস্টের জন্য মুশফিুকের বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত নেয়া হবে।

৩০ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম ম্যাচ ৬৪ রানে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।