স্লো ওভার রেটের কারনে দুই দলের জরিমানা

স্লো ওভার রেটের কারনে দুই দলের জরিমানা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬ রানে হারিয়ে সমতায় ফিরেছে টাইগাররা। তবে বাংলাদেশ তাদের নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার বেশি বোলিং করেছে এবং ওয়েস্ট ইন্ডিজ করেছে ২ ওভার বেশি।

আইসিসির নিয়মানুসারে স্লো ওভার রেটের শাস্তি, নির্ধারিত সময়ের চেয়ে যত ওভার বেশি করা হবে, ওভার প্রতি প্রতিটি খেলোয়াড়ের জরিমানা ম্যাচ ফির ১০ ভাগ হবে । আর অধিনায়কের জরিমানা ডাবল। সেজন্য সাকিব আল হাসানের ম্যাচ ফি’র ২০ ভাগ জরিমানা করেছে আইসিসি এলিট প্যানেলের রেফারি জেফ ক্রো। বাকি খেলোয়াড়ের জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১০ ভাগ।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ২০ ভাগ করে। অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটের জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ৪০ ভাগ।