সোনার খনি হয়ে উঠছেন ফেল্‌প্‌স!

সোনার খনি হয়ে উঠছেন ফেল্‌প্‌স!

শেয়ার করুন

ফেল্‌প্‌স

এটিএন টাইমস ডেস্ক:

গত অলিম্পিকেই অতীতের সব রেকর্ড ভেঙেচুরে নিজের নামের পাশে ১৮টি সোনার পদক যুক্ত করেছিলেন। আজ সোমবার ৪x১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে আরও একটি পদক জিতলেন ফেল্‌প্‌স। এটি অবশ্য দলগত পদক।

৩১ বছর বয়সী ফেল্‌প্‌স অলিম্পিক ইতিহাসেই সবচেয়ে বেশি পদকজয়ী খেলোয়াড় হিসেবে রিওতে এসেছিলেন। এবার তাঁর নামের পাশে মোট পদক যুক্ত হলো ২৩টি। টানা পাঁচ অলিম্পিকে সাঁতরাচ্ছেন, এও তো অবিশ্বাস্য কীর্তি।

যুক্তরাষ্ট্র দলের হয়ে আজ তিনি দ্বিতীয় লেগটায় সাঁতরেছেন। ৩ মিনিট ৯ দশমিক ৯২ সেকেন্ড টাইমিং গড়ে জিতেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় হয়েছে ফ্রান্স, ততৃীয় অস্ট্রেলিয়া।
২০০৪ অলিম্পিকে ছয়টি, ২০০৮-এ আটটি, ২০১২ অলিম্পিকে চারটি সোনা জেতেন ফেল্‌প্‌স। এরপর চলে যান অবসরে। যাওয়ারই কথা। আর কী জিতবেন, কীই-বা বাকি আছে!কিন্তু ক্ষুধা যে মেটেনি, তা অনুভব করতেই আবার ফিরে আসেন। ভাগ্যিস ফিরেছেন। নামের পাশে যে আরও একটি সোনা যুক্ত হলো।

জানেন নিশ্চয়ই, অলিম্পিক ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সোনার মালিক লারিসা লাতিনিনার চেয়ে দ্বিগুণ সোনা জিতেছেন ফেল্‌প্‌স! সেই সংখ্যাটা বাড়ছে। বাড়তে পারে আরও!