সেমিফাইনাল থেকে ব্রাজিল মেয়ে দলের বিদায়

সেমিফাইনাল থেকে ব্রাজিল মেয়ে দলের বিদায়

শেয়ার করুন

960x0

স্পোর্টস ডেস্ক :

রিও অলিম্পিকে মেয়েদের ফুটবলের সেমিফাইনাল থেকে বিদায় নিল স্বাগতিক ব্রাজিল। তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছে সুইডেনের কাছে। অপরম্যাচে, কানাডাকে ২-০ গোলে হারিয়ে সুইডেনের প্রতিপক্ষ হিসেবে ফাইনালে উঠেছে জার্মানি।

ঘরের মাঠে অলিম্পিকে ফেভারিট হিসেবে শুরু করা ব্রাজিল মেয়েরা গণ্ডি পেরুতে পারলো না সেমিফাইনালের। মারাকান স্টেডিয়ামের উপস্থিত ৮০ হাজার দর্শকের উপস্থিতে হওয়া ম্যাচটির প্রথম হাফ ছিলো গোলশূন্য।

দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙ্গার সুযোগ পেয়েও ব্যর্থ হয় সেলেসাও মেয়েরা। ব্রাজিলের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সুইডেন গোলরক্ষক। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে প্রথম তিন শটে সমানে সমান দুই দল।

চতুর্থ শটে ব্রাজিলের হৃদয় ভাঙ্গেন সুইডেন গোলরক্ষক লিন্ডান। আমেসিনার শট রুখে দিয়ে প্রায় নিশ্চিত করে ফেলে সুইডেনের প্রথমবারের মতো অলিম্পিক ফাইনাল। বাকি আনুষ্ঠানিকতাটা করেন লিসা। ২০০৪ সালে চতুর্থ হওয়া সুইডেনের ছিলো অলিম্পিকের সেরা অর্জন। এবার তাকে ছাপিয়ে গেলো ব্লাগ্লুটরা। আর মারকানা আবারও সাক্ষী হয়ে ব্রাজিলের আরেকটি হারের।