সাফ মিশন শেষে মালদ্বীপ থেকে দেশে ফিরলেন টাইগাররা

সাফ মিশন শেষে মালদ্বীপ থেকে দেশে ফিরলেন টাইগাররা

শেয়ার করুন

sport

ক্রীড়া ডেস্ক।।

আরও একবার ব্যর্থতাকে সঙ্গী করে দেশে ফিরল বাংলাদেশ দল। ২০০৫ সালের পর আরও একবার ফাইনাল খেলার আশা জাগিয়েও শেষ পর্যন্ত স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের।

নির্ধারিত সময় দুপুর পৌনে দুইটায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু ফ্লাইট বিড়ম্বনায় দেরিতে ৩টা ২০ মিনিটে ঢাকায় এসে পৌঁছায় বাংলাদেশ দল। ঢাকায় ফিরেই ফুটবলাররা ছুটিতে যার যার গন্তব্যে চলে গেছেন। পুরো দল আজ আসলেও দুই দিন আগেই ঢাকায় এসেছেন দলের প্রধান কোচ অস্কার ব্রুজন।

তবে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে যারা ডাক পেয়েছেন তারা ১৯ অক্টোবর সকাল ১০টায় আবাহনী মাঠের আবাসিক ক্যাম্পে যোগ দিবেন। সাফের ৯ সদস্য ক্যাম্পে যোগ দিবেন, তারা হলেনঃ ডিফেন্ডারঃ রিয়াদুল ইসলাম রাফি, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, মোহাম্মদ হৃদয়, তারিক কাজী, টুটুল হোসেন বাদশা- মিডফিল্ডারঃ বিপলু আহমেদ- ফরোয়ার্ডঃ মাহাবুবুর রহমান সুফিল। এ মাসের ২৭, ২৯ এবং ৩১ তারিখে অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের বাছাইপর্বে খেলবে বাংলাদেশ।

মালদ্বীপ সাফ খেলার লক্ষ্যে ২৮। সেপ্টেম্বর দেশ ছেড়েছিলেন জামালরা। চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। অস্কার ব্রুজন ১৫ অক্টোবর দলকে রেখে ঢাকায় চলে আসেন।