সাফ নারী চ্যাম্পিয়ন্সশিপে রোববার পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়ন্সশিপে রোববার পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

শেয়ার করুন

3-21স্পোর্টস ডেস্ক :

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

ঘরের মাঠে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দারুন খেলেছে বাংলার কিশোরীরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে তারা। সেই একই দলের ১৩ জন খেলোয়াড় আছেন এই টুর্নামেন্টের স্কোয়াডেও। এছাড়াও এই দলে আছে ১০ জন সিনিয়র ফুটবলার।  তাই সিনিয়র জুনিয়র মিলিয়ে শক্তিশালি দল গঠন করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

এ বছর  এই চাংলিমিথাং স্টেডিয়ামেই সাফ অনূর্ধ্ব -১৫ নারী চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৪ গোলে উড়িয়ে  দিয়েছিলো মারিয়ার দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবারও মাঠে নামবে মারিয়া-তহুরারা। এছাড়া চাংলিমিথাং স্টেডিয়ামে বহুবার খেলার অভিজ্ঞতা থাকায় কন্ডিশন নিয়ে কোন চিন্তা নেই বাংলাদেশের। জয় দিয়েই মিশন শুরু করতে চায় মৌসুমীরা।