সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান ওয়ালশ

সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান ওয়ালশ

শেয়ার করুন

coach_126238 ওয়ালস

স্পোর্টস ডেস্ক:

টাইগারদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান বাংলাদেশের নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে একথা বলেন তিনি।

তার সময়ই অনেক বড় বড় ব্যাটসম্যানই তাকে সমিহ করতেন।ক্যারিয়ারের ১৩২ টেস্টে পেয়েছেন ৫১৯ উইকেট। আর ওয়ানডেতে ২০৫ ম্যাচে নিয়েছেন ২২৭ উইকেট। খেলা থেকে অবসর নিলেও জড়িয়ে ছিলেন খেলার সঙ্গেই।

সেখানে শুধু বাকি ছিল কোচিংয়ের অভিঞ্জতা। সেটাও পূরণ করলেন বাংলাদেশ দলের বোলিং কোচ হয়ে। তার বোলিং ক্যারিয়ারের অনেক না জানা তথ্য এবার জানতে পারবেন মাশরাফি, রুবেল, আল-আমিনরা। সেটাই বড় করে দেখেছেন ওয়ালশ।

এদিকে, মনোযোগ ও কঠোর পরিশ্রম করলে টাইগার বোলাররা আরো ভাল করবে বলেও জানান এই বোলিং কোচ। শুধুমাত্র ইংল্যান্ড,অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ নয় উপমহাদেশ থেকেই এখন ভাল ভাল বোলার বের হয়ে আসছে বলে মত তার।

১৭ বছর আন্তজার্তিক ক্যারিয়ারে অতিক্রম করে নতুন অভিঞ্জতাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি। বল হাতেও যেমন সফল ছিলেন এই কিংবদন্তী বোলার ।কোচিং ক্যারিয়ারেও সাফল্য পেতেও বদ্ধপরিকর ৫৩ বছরের এই সাবেক বোলার।