সাকিব ও মুশফিকের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

সাকিব ও মুশফিকের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

শেয়ার করুন

Bangladesh's Shakib Al Hasan (L) bats watched by New Zealand's keeper BJ Watling during day two of the first international Test cricket match between New Zealand and Bangladesh at the Basin Reserve in Wellington on January 13, 2017. / AFP / Marty Melville (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

সাকিবের পর অধিনায়ক মুশফিকুর রহীমের দূর্দান্ত সেঞ্চুরিতে নিউজিল্যাণ্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উ্ইকেটে ৩৯১ রান। সাকিব ১২২ এবং মুশফিক ১১০ রানে অপরাজিত আছেন।

ওয়েলিংটনে ৩ উইকেটে ১৫৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। তবে শুরুতেই বড় ধাক্কা খায় টাইগাররা। প্রথম দিন কিউইদের সামনে দেয়াল হয়ে দাঁড়ানো মুমিনুল, আজ কোন রান যোগ না করেই ফিরেছেন নামের পাশে ৬৪ রান রেখেই। মুমিনুলের আগের দিনের সঙ্গী সাকিব আল হাসান ইতোমধ্যে তুলে নিয়েছেন নিজের চতুর্থ সেঞ্চুরি। এছাড়া নিজের ব্যাক্তিগত ৭১ রানে দেশের হয়ে ১৪ তম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলকও স্পর্ষ করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।WELLINGTON, NEW ZEALAND - JANUARY 13: Mushfiqur Rahim of Bangladesh bats during day two of the First Test match between New Zealand and Bangladesh at Basin Reserve on January 13, 2017 in Wellington, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

সাকিবের সেঞ্চুরির পর অধিনায়ক মুশফিকুর রহীমও নিজের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নেন।

এদিকে এ জুটি নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোন জুটিতে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ২০০৮ সালে ডানেডিনে জুনায়েদ সিদ্দিকের সঙ্গে তামিম ইকবালের ১৬১ রানের উদ্বোধনী জুটি ছিল এতদিন সর্বোচ্চ। সাকিব-মুশফিক ইতোমধ্যে ২৩১ রানের জুটি গড়ে ফেলেছেন।