‘সময় নিয়ে নিয়ে নতুন কোচ খোজা হবে’

‘সময় নিয়ে নিয়ে নতুন কোচ খোজা হবে’

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

চন্ডিকা হাথুরুসিংহে চলে গেলে সময় নিয়ে নিয়ে নতুন কোচ খোজা হবে। আর সবকিছু পর্যবেক্ষণ করেই কোচ নিয়োগ দেয়া হবে বলে মন্তব্য করেন বোর্ড পরিচালক জালাল ইউনুস। এদিকে, তার পদত্যাগপত্র নিয়ে এখনো কোন মন্তব্য করতে চান না ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মুর্ত্তজা ও ব্যাটসম্যান মুমিনুল হক।

মাঠে চলছে বিপিএল ক্রিকেট। কিন্তু ক্রিকেট পাড়ায় জোড় আলোচনা কোচ চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে। পদত্যাগপত্র পাঠানোর পর বিসিবির সঙ্গে যোগযোগ না করলেও সম্প্রতি প্রধান নির্বাহীর সঙ্গে তার যোগযোগ হয়েছে বলে জানান বোর্ড পরিচালক জালাল ইউনুস। কি বিষয়ে কথা হয়েছে সেটা না জানালোও বিসিবি নতুন কোচের জন্য কোন প্রকার তাড়াহুড়ো করবে না বলেও জানান তিনি।

সিনিয়র ক্রিকেটার সঙ্গে সম্পর্ক ভাল ছিল না হাথুরুর। সেটাও স্বীকার করে নিয়েছেন জালাল ইউনুসও। তবে, নতুন কোচ না আসা পর্যন্ত বাংলাদেশের কেউ দায়িত্ব পালন করবেন বলেও মন্তব্য করেন তিনি।

আর ওয়ানডে অধিনায়ক, মাশরাফী হাথুরুকে নিয়ে আপাতত কিছু বলতে নারাজ। বোর্ড কর্তদের মতামতের উপর ছেড়ে দিলেন পুরো বিষয়টা।

এদিকে, হাথুরুর সময় ওয়ানডে ও টি-২০ থেকে অনেকটায় উপক্ষিত ছিল বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। তিনিও এভাবেই জানালেন তার মত।

নতুন কোন বিদেশী কোচ আসার আগে দেশীদের মধ্যে খালেদ মাহমুদ সুজনের নাম অনেকটায় এগিয়ে রয়েছে।