শোয়েব মালিকের সেঞ্চুরিতে ২৬ বছরের রেকর্ড অক্ষুন্ন পাকিস্তানের

শোয়েব মালিকের সেঞ্চুরিতে ২৬ বছরের রেকর্ড অক্ষুন্ন পাকিস্তানের

শেয়ার করুন

261345.3স্পোর্টস ডেস্ক :

শোয়েব মালিকের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতলো পাকিস্তান। তৃতীয় ও শেষ ম্যাচে তারা ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

গায়ানায় টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। মিডল অর্ডারের শাই হোপের ৭১ ও জেসন মোহাম্মেদের ৫৯ রোন ছাড়া বাকিরা ভাল রান পাননি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৩৩ রান সংগ্রহ করে ক্যারিবিয়রা। মোহাম্মদ আমের, জুনায়েদ খান ও শাদেব খান প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

জবাবে দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তবে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের দায়িত্বশীল ব্যাটিং ম্যাচকে জয়ের দিকে নিয়ে যায়। হাফিজ ৮১ রানে আউট হলেও জয় নিয়ে মাঠ ছাড়েন মালিক। ম্যাচ ও সিরিজ সেরা মালিক ১০১ রানে অপরাজিত থাকেন। ২৪ রানে সঙ্গে থাকেন সরফরাজ আহমেদ। গেব্রিয়েল নেন ২ উইকেট।

এই জয়ে ১৯৯১ সালের পর ওযেস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোন দ্বিপক্ষীয় সিরিজ না হারার রেকর্ড অক্ষুন্ন রাখলো পাকিস্তান। সেই সঙ্গে র‌্যাংকিংয়ে অষ্টম স্থানও নিশ্চিত করলো তারা।