শেষ হচ্ছে মহাযজ্ঞ, কার ঘরে যাচ্ছে সোনার কাপ

শেষ হচ্ছে মহাযজ্ঞ, কার ঘরে যাচ্ছে সোনার কাপ

শেয়ার করুন

france-croatia-modric-mbappe-world-cup-finalস্পোর্টস ডেস্ক :

একমাসের মহাযজ্ঞ শেষ হচ্ছে আজ। নানা হাসি কান্নার গ্রহের সেরা ক্রীড়া আসরের ফাইনাল আজ। রাশিয়া বিশ্বকাপের শিরোপার লড়াই আজ। প্রতিদ্বন্দ্বী ইউরোপের দুই দেশ। ১৯৯৮ এর চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে লড়বে প্রথমবার ফাইনালের স্বাদ পাওয়া ক্রোয়েশিয়া। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

শিরোপার সংখ্যাটা বাড়িয়ে নিতে মাঠে নামবে ফরাসিরা। অন্যদিকে ক্রোয়াটদের সামনে প্রথম শিরোপার হাতছানি। অভিজ্ঞতা ও পরিসংখ্যানে ক্রোয়াটদের চেয়ে এগিয়ে লে ব্লুজরা। দু-দলের শেষ পাঁচ দেখায় ক্রোয়েশিয়ার কাছে একবারও হারেনি ফ্রান্স। এপর্যন্ত মেজর টুর্নামেন্টে দুবার সম্মুখীন হয়েছে দু-দল।

কনোবারই ফ্রান্সকে হারাতে পারেনি ক্রোয়েশিয়া। এবারও একই প্রত্যয় নিয়ে রণকৌশল সাজাবেন দিদিয়ের দেশঁ। তবে এই অভিজ্ঞ কোচকে আটকাতে, প্রস্তুত আছেন দালিচ। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ক্রোয়াটরা। ফরাসিদের বধ করতে পারলে, ফ্রান্স ও স্পেনের পর বিশ্বকাপে প্রথম ফাইনালিস্ট হিসেবে ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করবে তারা।

তবে স্বপ্ন পুড়নে হয়তো শেষ ম্যাচের গোলদাতা ইভান পেরেসিচকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের। উরুর ইনজুরির কারণে, তার খেলা নিয়ে সংশয় রয়ে গেছে। বাকিরা সুস্থ থাকায়, সবাইকে স্কোয়াডে পাচ্ছেন তিনি।