শেষ মিনিটে জার্মানিকে বিশ্বকাপে টিকিয়ে রাখলেন টনি ক্রুস

শেষ মিনিটে জার্মানিকে বিশ্বকাপে টিকিয়ে রাখলেন টনি ক্রুস

শেয়ার করুন

skysports-germany-toni-kroos_4344195স্পোর্টস ডেস্ক :

রাশিয়া বিশ্বকাপের আশা ভালোভাবেই বেঁচে রইলো বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির। ইনজুরি টাইমে টনি ক্রুসের গোলই কোটি ভক্তের সেই আশা বাঁচিয়ে রেখেছে। এফ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে জার্মানরা।

ড্র যখন প্রায় নিশ্চিত, তখনই জার্মানদের ত্রাতা টনি ক্রুস। ম্যাচ শেষের কয়েক সেকেন্ড আগে নিখুত পরিকল্পনায় ইনজুরি টাইমে ক্রুসের ঐ গোলই সব হিসেবের বেড়াজাল ছিন্ন করেছে।

বর্তমান  চ্যাম্পিয়নদের দ্বিতীয় গোলের মুল্য কত? তা নিয়ে নিলাম হলে হয়তো, সেই প্রক্রিয়া চলমান থাকবে। তবে, মুল্যের চেয়ে, ঐ গোলে জড়ানো ছিলো ভক্তদের আবেগ, ফুটবল ঐতিহ্য আর বিশ্বকাপের সমৃদ্ধ ইতিহাস। যার কাছে হেরে গেছে আলো ছড়ানো সুইডেন।

সোচিতে ম্যাচের শুরু থেকেই সুইডেনের বিপক্ষে আক্রমনাত্বক খেলার আভাস দেয় জার্মানি। পুরো ম্যাচে হয়েছে তাই। তবে, এরমধ্যে সুইডেনের পাল্টা-আক্রমনও জার্মান রক্ষণকে কয়েকবারই কাঁপিয়ে দেয়।

ম্যাচে দু’দলই এগিয়ে  যাওয়ার সুযোগ তৈরি করে। তবে প্রথম সফলতা পায় সুইডেন। ৩২ মিনিটে ফরোয়ার্ড অলা তইভনেনের সৌজন্যে লিড সুইডেনের।

প্রথমার্ধে ম্যাচে ফেরার চেষ্টা বিফলেই যায় বর্তমান চ্যাম্পিয়নদের। আর্ধেক বাঁশি বাজার শেষ মিনিটে জার্মানরা রক্ষা পায় ম্যানুয়েল নয়্যারের দক্ষতায়।

বিরতির পর কতটা মজবুত পরকিল্পনা নিয়ে জার্মানরা খেলেছে, সেটা স্পষ্টই ছিলো। ৪৭ মিনিটে মার্কো রয়েসের স্কোরে সমতায়ও ফেরে জার্মানি।

সুইডেন রক্ষণদুর্গে এরপর আরো আক্রমন চালায় জার্মানরা। তবে ব্যবধান বাড়েনি ২০১৪ চ্যাম্পিয়নদের। ৮২ মিনিটে বোয়েটাংয়ের লাল কার্ডে ১০ জনের দলের জার্মানির বিপক্ষে, সুযোগ নিতে পারেনি সুইডেন।

২৭ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিতলেই, দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে জার্মনির।