শুক্রবার মুখোমুখি দুই চির-প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল

শুক্রবার মুখোমুখি দুই চির-প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল

শেয়ার করুন

আর্জেন্টিনা ব্রাজিলস্পোর্টস ডেস্ক :

শুক্রবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চির-প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। ব্রাজিলের বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫:৩০ মিনিটে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে সেলেসাওরাই। এখন পর্যন্ত একে অপরের মুখোমুখি হয়েছে ১০২ ম্যাচ। যেখানে ব্রাজিলের জয় ৩৯ ম্যাচে। আর আর্জেন্টিনার ৩৭টিতে।

তাই এই ম্যাচে নেইমারদের লক্ষ্য জয়ের ব্যবধানটা আরও বাড়ানো। এদিকে, মেসিদের চাওয়া সেটা কমিয়ে আনা। তবে, শুরুর দিকে পয়েন্ট টেবিলে খুব একটা ভাল অবস্থানে ছিল না স্বাগতিকরা। পরে তিতের অধীনে ভেনেজুয়েলা ও বলিভিয়াকে হারিয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষ ওঠে দলটি।

অপরদিকে, আর্জেন্টিনা ১৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। তাই এই ম্যাচটি জিততে মরিয়া আলবেসিলেসতেরা। ইনজুরি কাটিয়ে সুপার স্টার লিওনেল মেসির দলে ফেরায় আত্মবিশ্বাস বেড়েছে বাউজার শিষ্যদের।