শুক্রবার বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ

শুক্রবার বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। ডার্বিনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়।জয়-পরাজয়ের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। ৭ বারের লড়াইয়ে ৫ জয়ের বিপরীতে টাইগারদের পরাজয় ২টি।

২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দেখায় হেরেছিল বাংলাদেশ। অন্য পরাজয় ২০১০-এ বেলফাষ্টে। স্লো ওভার রেটের কারণে ১ ম্যাচ নিষেধাজ্ঞা থাকায় আয়ারল্যান্ডে বিপক্ষে খেলা হচ্ছে না মাশরাফির। তাই অধিয়ানকের দায়িত্বে থাকবেন সাকিব।

এরআগে ইউরোপের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাসেক্সে ৯ দিনের ক্যাম্প করেন মুশফিক-তামিমরা। যার মধ্যে ২টি প্রস্তুতি ম্যাচও খেলে টিম বাংলাদেশ। আয়ারল্যান্ডে এসেও প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সাকিব-তামিম-মাহমুদউল্লাহরা।

সদ্যই আয়ারল্যান্ড উলভসকে ১৯৯ রানের বিশাল ব্যবধানে হারানোয় আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। এদিকে, আয়ারল্যান্ড নিজেদের শেষ সিরিজে ইংল্যান্ডের কাছে হেরেছে। তাই আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকলেও নিজেদের চেনা কন্ডিশনে কঠিন প্রতিপক্ষ তারা।