শীর্ষ পর্যায়ে ১৬ দলের অন্তর্ভূক্তি চায় আইসিসি

শীর্ষ পর্যায়ে ১৬ দলের অন্তর্ভূক্তি চায় আইসিসি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটের শীর্ষ পর্যায়ের খেলায় ১৫ থেকে ১৬টি দলের অন্তর্ভূক্তি চায় আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের নেতৃত্বে এমনই ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

এটি এখনো প্রস্তাব আকারেই আছে, এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনায় যে বিষয়টি আছে বললেন ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।

২০০০ সালের ২৬ জুন আইসিসির সর্বশেষ পূর্ণ সদস্য হয়েছে বাংলাদেশ। গত ১৬ বছরে আর কোনো দেশ জায়গা পায়নি ক্রিকেটের কুলীন পর্যায়ে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালার নিমন্ত্রণে এক বৈঠক শেষে রিচার্ডসন সহযোগী দেশগুলোর জন্য আশার কথা শোনালেন। সর্বোচ্চ পর্যায়ে আরও লড়াকু দল বাড়াতে আইসিসির কৌশলগত পরিকল্পনা এটি।