শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে রিয়াল

শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে রিয়াল

শেয়ার করুন

cristiano-ronaldo-real-madrid_bh8tmw9ao3im192rsebnrke49স্পোর্টস ডেস্ক :

সেল্টা ভিগোকে ৪-১ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ লা লিগার শিরোপার হাত ছোঁয়া দূরত্বে পৌঁছে গেলো রিয়াল মাদ্রিদ। শিরোপা নিশ্চিত করতে আর মাত্র ১ পয়েন্ট প্রয়োজন তাদের।

সেল্টার মাঠ এসতাদিও ব্যালাইডোজে ম্যাচের ১০ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোলে টটেনহ্যাম, এসি মিলান ও চেলসির সাবেক তারকা জিমি গ্রেভসকে পেছনে ফেলে ইউরোপের সেরা পাঁচ লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বনে যান তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ মিলে এখন তার গোল সংখ্যা দাঁড়ালো ৩৬৭টি। বিরতির পরপরই আরও এক গোল করে নিজের ট্যালিকে ৩৬৮তে নিয়ে যান পর্তুগিজ যুবরাজ। ৬৯ মিনিটে গুডেটি একটি গোল শোধ দিলেও পরের মিনিটে করিম বেনজেমা ও ৮৮ মিনিটে জার্মান তারকা টনি ক্রুসও লক্ষ্যভেদ করলে বড় জয় নিয়েই শিরোপার কাছে পৌঁছায় লা ব্লাঙ্কোরা।

২১মে লিগের শেষ ম্যাচে এইবারের বিপক্ষে বার্সেলোনা আর মালাগার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। শিরোপা নিশ্চিত করতে হলে জিততেই হবে বার্সেলোনাকে। তবে হার এড়ালেই বার্সার ম্যাচের ফলাফল নিয়ে না ভেবেই শিরোপা উৎসব করতে পারবে রিয়াল।