শাস্তি হতে পারে উত্তর কোরিয়ান অ্যাথলেটদের

শাস্তি হতে পারে উত্তর কোরিয়ান অ্যাথলেটদের

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

রিও অলিম্পিকে কাঙ্খিত পদক না পাওয়ায় শাস্তি হতে পারে উত্তর কোরিয়ান অ্যাথলেটদের। এমনটাই গুঞ্জন  গণমাধ্যমে।

রিও অলিম্পিকে যাওয়ার আগে  ৫টি স্বর্নসহ মোট ১৭ টি পদক জিততে হবে বলে এক প্রকার আদেশ দিয়েছিলেন সেদেশের শাসক কিম জঙ্গ উন। তবে সে লক্ষ্য পূরণ হয়নি তাদের।

াৃিুাি

রিওতে দুটি স্বর্ণসহ  মোট পদক এসেছে সাতটি। তার মধ্যে প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে তারা। দক্ষিণ কোরিয়া রিওতে ৯টি স্বর্ণসহ  ২১টা পদক পেয়েছে। ফলে দেশে ফেরার পর অশেষ দুর্ভোগের আশঙ্কায়  এখন সময় কাটাচ্ছেন উত্তর কোরিয়ার পদক না পাওয়া অ্যাথলেটরা।

অনেকেই ধারণা করছেন, যারা পদক পেয়েছেন তারা পাবেন পুরস্কার। যারা পাননি তাদেরকে  শাস্তি হিসেবে  কয়লাখনিতে পাঠিয়ে দেওয়া হতে পারে।