শারজাহ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

শারজাহ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

শেয়ার করুন

SHARJAH, UNITED ARAB EMIRATES - NOVEMBER 01: Azhar Ali of Pakistan bats on day three of the third test between Pakistan and West Indies at Sharjah Cricket Stadium on November 1, 2016 in Sharjah, United Arab Emirates.Ê (Photo by Chris Whiteoak/Getty Images)

এটিএন টাইমস ডেস্ক :

শারজাহ টেস্টে তৃতীয় দিনে নিজেদের  দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ রানের লিড তাদের। ৪ উইকেটে ৮৭ রান নিয়ে দিন শেষ করেছে তারা।

৫৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। দলীয় ৩৭ রানে সামি আসলাম ব্যক্তিগত ১৭ রানে আউট হন। এরপর স্কোর বোর্ডে কোন রান যোগ না করে প্যাভিলিয়নে ফেরেন আসাদ শফিক ও ইউনুস খান। সেই পথে হাটেঁন অধিনায়ক মিসবাহ উল হকও।

West Indies' cricketers celebrate after the dismissal of Pakistani cricket captain Misbah-ul-Haq unseen the third day of the third and final Test between Pakistan and the West Indies at the Sharjah Cricket Stadium in Sharjah on November 1, 2016. / AFP / AAMIR QURESHI        (Photo credit should read AAMIR QURESHI/AFP/Getty Images)
West Indies’ cricketers celebrate after the dismissal of Pakistani cricket captain Misbah-ul-Haq unseen the third day of the third and final Test between Pakistan and the West Indies at the Sharjah Cricket Stadium in Sharjah on November 1, 2016. / AFP / AAMIR QURESHI (Photo credit should read AAMIR QURESHI/AFP/Getty Images)

এই বিপর্যয়ের সামাল দেন ওপেনার আজহার আলী। নামের পাশে ৪৫ রান রেখে নিরাপদে দিন শেষ করেন তিনি। ১৯ রানে সঙ্গে আছেন সরফরাজ আহমেদ। অধিনায়ক হোল্ডার নেন ৩ উইকেট।

এরআগে নিজেদের প্রথম ইনিংসে ওয়েষ্ট ইন্ডিজ ৩৩৭ রানে অল আউট হয়। ১৪২ রানে অপরাজিত থাকেন ওপেনার ব্রাথওয়েট। আর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে ২৮১ রান।