শক্তিশালী জাতীয় দল গঠনে সরকারের কাছে ৪৫০ কোটি টাকা চায় বাফুফে

শক্তিশালী জাতীয় দল গঠনে সরকারের কাছে ৪৫০ কোটি টাকা চায় বাফুফে

শেয়ার করুন

Bafufe

ক্রীড়া ডেস্ক।।

ফুটবলের শক্তিশালী জাতীয় দল গঠন ও বছরব্যাপী নানা প্রতিযোগিতা আয়োজন, প্রশিক্ষণ এবং ফুটবল ফেডারেশনের কাঠামো শক্ত করতে সরকারের কাছে প্রায় ৪৫০ কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

এজন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছে সংস্থাটি।

বড় এই প্রকল্পটি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মধ্যে কয়ে দফা সভাও হয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

তিনি বলেছেন, ‘একটা ডিপিপি’র (উন্নয়র প্রকল্প প্রস্তাব) আওতায় ফুটবল উন্নয়নের জন্য সরকারের কাছে এই অর্থ চাওয়া হয়েছে। যার মাধ্যমে আমাদের ফুটবলের প্রধান প্রধান ক্ষেত্রগুলো; যেমন, পুরুষ জাতীয় ফুটবল দল, নারী জাতীয় ফুটবল দল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগগুলোকে আরো সুসংহত করার জন্য এই অর্থ ব্যবহার করা হবে।’

কেবল রাজধানীর ফুটবলই নয়, ৬৪ জেলার ফুটবল উন্নয়নের বিষয়টিও আছে এই উন্নয়ন প্রকল্পে। এই প্রকল্পের অর্থ বাফুফে বেশি ব্যবহার করবে সরাসরি ফুটবল উন্নয়নে।