লেভান্তের মাঠে বার্সার হার

লেভান্তের মাঠে বার্সার হার

শেয়ার করুন

20190110T224826Z_1_LYNXNPEF091ZK_RTROPTP_4_SOCCERSPAINLVTFCBস্পোর্টস ডেস্ক :

কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে হেরেছে কাতালানরা। উজ্জীবীত লেভান্তের কাছে মেসিহীন বার্সা পরাস্ত হয়েছে ২-১ গোলে। অন্যদুটি খেলার একটিতে অ্যাথলেটিকো বিলবাও ৩-১ গোলে সেভিয়াকে হারিয়েছে এবং অন্যটিতে রিয়াল বেটিস গোলশুন্য ড্র করেছে রিয়াল সোসিয়াদাদের সঙ্গে।

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজসহ নিয়মিত একাদশে অনেককে বাইরে রেখে এদিন দল সাজান কোচ এরনেস্তো ভালভেরদে। প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার ফলও পেয়ে যান হাতে নাতে। হার নিয়ে ফিরতে হয় তাদের। যা কিনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হার বার্সেলোনার। এর আগে সবশেষ তারা হেরেছিল গত ১১ নভেম্বর, লা লিগায় রিয়াল বেতিসের কাছে ঘরের মাঠে ৪-৩ গোলে।

এ ম্যাচে বল দখলে বার্সেলোনা অনেকটা এগিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য ছিল লেভান্তের। ম্যাচের চতুর্থ মিনিটে  প্রথম সুযোগ পেয়ে এগিয়েও যায় স্বাগতিকরা। হেডে গোলটি করেন উরুগুয়ের ডিফেন্ডার এরিক কাবাকো। আঠারো  মিনিটে টানা চারবারের চ্যাম্পিয়নদের অবাক করে ব্যবধান দ্বিগুণ করেন বোরহা মায়োরাল। সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় ডাচ গোলরক্ষক ইয়াসপের সিলেসেনকে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড।

এর দুই মিনিট পর সহজ সুযোগ হাতছাড়া করেন বার্সার উসমান দেম্বেলে। দ্বিতীয়ার্ধে তারা আক্রমণ অব্যাহত রাখলেও গোল পায়নি লেভান্তে। উল্টো ৮৫তম মিনিটে স্পট কিকে ব্যবধান কমান ফিলিপে কুতিনিয়ো। বাকী সময়ে সমতা ফেরানোর চেষ্টা সফল হয়নি বার্সার।