লেগিয়ার মাঠে রিয়ালে হোঁচট

লেগিয়ার মাঠে রিয়ালে হোঁচট

শেয়ার করুন

warsaw-real-madrid-bale_1apfkwq7avdj81uf3qvkj6b667

স্পোর্টস ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ‘এফ’ গ্রুপের খেলায় লেগিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে তারা। অন্যদিকে, ‘ই’ গ্রুপে মোনাকো ৩-০ গোলে হারিয়েছে সিএসকেএ মস্কোকে। আর বায়ার লেভারকুজেন ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে।

লেগিয়া ওয়ারসর মাঠে অবশ্য খেলার শুরুতে এগিয়ে যায় জিনেদিন জিদান দল। ম্যাচের প্রথম মিনিটে বেলের গোলে লিড নেয় রিয়াল। ৩৫ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজামা। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে লেগিয়া। ৪০ মিনিটে ভাদিসের দুর্দান্ত গোলে ব্যবধান কমায় তারা। বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে স্বাগতিকরা। ৫৭ মিনিটে স্কোর লাইনে সমতা আনেন মিরোস্লাভ রাদোভিচ। আর ৮৩ মিনিটে মিডফিল্ডার থিবোর কল্যাণে প্রথমবারের মতো ম্যাচে লিড পায় লেগিয়া। অবশ্য এর দুই মিনিট পরই সমতায় ফেরে রিয়াল। দলকে পরাজয়ের হাত থেকে বাঁচান কোভাসিচ। শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। এই ড্রয়ে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে F গ্রুপে দ্বিতীয় স্থানে রিয়াল।