লিড নিয়ে ব্যাট করছে বাংলাদেশ

লিড নিয়ে ব্যাট করছে বাংলাদেশ

শেয়ার করুন

Bangladesh's Shakib Al Hasan (C) celebrates New Zealand's Tom Latham being caught with LBW with team mates Kamrul Islam Rabbi (R and Nazmul Hossain Shanto (L) during day four of the first international Test cricket match between New Zealand and Bangladesh at the Basin Reserve in Wellington on January 15, 2017.  / AFP / Marty Melville        (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

এটিএন টাইমস ডেস্ক:

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনে কিউই ব্যাটসম্যানদের দৃড়তায় বাংলাদেশের বড় লিড নেয়ার স্বপ্ন নস্যাৎ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টাইগাররা। তামিমের উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫০ রান।

আগের দিনের ৩ উইকেটে ২৯২ রান নিয়ে খেলা শুরু করে নিউজিল্যান্ড। অর্ধশতক হাঁকিয়ে ব্যক্তিগত ৫৩ রানে সাকিবের বলে বিদায় নেন নিচোল। আর ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১৭৭ রান করে সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন টম ল্যাথাম।

এরপর ওয়াটলিং ও টিম সাউদিকে ফিরিয়ে জোড়া আঘাত হানেন মাহমুদুল্লাহ রিয়াদ। চা-বিরতির পর ৫৩৯ রানে অলআউট হয়ে যান নিউজিল্যান্ড। পেসার রাব্বি ৩টি এবং সাকিব, মাহমুদউল্লাহ ও শুভাশিস রায় দু’টি করে উইকেট নেন।

এর আগে সাকিব আল হাসানের ২১৭ ও অধিনায়ক মুশফিকের ১৫৯ রানের সুবাদে ৮ উইকেটে ৫৯৫ রানে, নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।