লিগ ওয়ানে পয়েন্ট হারিয়েছে পিএসজি

লিগ ওয়ানে পয়েন্ট হারিয়েছে পিএসজি

শেয়ার করুন

Captureস্পোর্টস ডেস্ক :

লিগ ওয়ানে পয়েন্ট হারিয়েছে পিএসজি। রোববার রাতে তারা ২-২ গোলে ড্র করেছে গুইনগ্যাম্পের সঙ্গে। লিগ শিরোপা নিশ্চিত হয়েছে অনেক আগেই। তাই কিছুটা নির্ভার হয়ে নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে গুইনগ্যাম্পকে স্বাগত জানায় তারকাসমৃদ্ধ দল পিএসজি।

কিন্তু চেনা মাঠে শুরুতে পিছিয়ে পড়ে তারা। ৪৫ মিনিটে লুদোভিচ ব্লাসের গোলে এগিয়ে যায় গুইনগ্যাম্প। বিরতির পর ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড জিমি ব্রাইন। এরপরই ঘুরে দাড়ায় পিএসজি। ৭৫ মিনিটে এডিনসন কাভানি পেনাল্টি থেকে ব্যবধান কমান। এর ৭ মিনিট পর এডিনসনের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এ ড্রয়ের পর ৩৫ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে চ্যাম্পিয়ন পিএসজি। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার ১১তম স্থানে গুইনগ্যাম্প।