লা লিগায় রাতে মাঠে নামছে বার্সা

লা লিগায় রাতে মাঠে নামছে বার্সা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

স্প্যানিশ ফুটবল লা লিগায় আজ রাতে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। ন্যূ ক্যাম্পে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচ।

গত মৌসুমে শুধু কোপা দেলরের শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বার্সেলোনাকে। তাই লা লিগার শিরোপা পুনরুদ্ধারে এ মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে কাতালান ক্লাবটি। তাদের চির প্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদের চেয়ে বেশ এগিয়ে আছে তারা। এখন পর্যন্ত এ মৌসুমে লা লিগায় এখনো অজেয় বার্সা। ১৫ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান তাদের। তাই স্বভাবতই অপেক্ষাকৃত দুর্বল দেপোর্তিভো লা করুনার বিপক্ষেও এ ম্যাচে এগিয়ে থাকবে আর্নেস্তো ভেলভার্দের দল।

আগের ম্যাচে ভিয়ারিয়ালকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়ে মানসিকভাবেও এগিয়ে মেসি-সুয়ারেজরা। তবে, ইনজুরির কারনে এ ম্যাচে খেলতে পারবেন না জেরার্ড দেউলোফেউ এবং স্যামুয়েল উমতিতি। ফিরবেন ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো।

অন্যদিকে, ১৫ ম্যাচ শেষে ৪ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৭ তম স্থানে আছে লা করুনা। তাই তাদের জন্য বেশ কঠিন হবে বার্সার বিপক্ষে লড়াইটা।