লালমাটিয়া-ফেয়ার ফাইটার্স আজীবন ও সুজন-তাসনিম ১০ বছর নিষিদ্ধ

লালমাটিয়া-ফেয়ার ফাইটার্স আজীবন ও সুজন-তাসনিম ১০ বছর নিষিদ্ধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৪ বলে ৯২ ও ৬ বলে ৬৭ রান দেয়ায় সুজন ও তাসনিমকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি।

গত ১১ এপ্রিলে আম্পায়ারদের ‘পক্ষপাতমূলক’ আচরণের অভিনব প্রতিবাদ করে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে লালমাটিয়া ক্লাবের বোলার মোহাম্মদ সুজন মাহমুদ। তিনি এক্সিওম ক্রিকেটার্সের বিপক্ষে ৪ বলে ৯২ রান দিয়েছিলেন। যা ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি করেছিলো।

এর আগের দিন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিপক্ষে ফেয়ার ফাইটার্সের বোলার তাসনিম হাসান ১ দশমিক ১ ওভার বল করে দিয়েছিলেন ৬৯ রান। দ্বিতীয় বিভাগে এমন বাজে কয়েকটি ঘটনার পর বিসিবি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির তদন্তের পর এই দুই ক্লাবকে আজীবন নিষিদ্ধ করেছে বিসিবি।