রোববার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি স্বাগতিক রাশিয়া

রোববার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি স্বাগতিক রাশিয়া

শেয়ার করুন

spain-russia-compositeস্পোর্টস ডেস্ক :

রোববার নক-আউট পর্বের ম্যাচে ২০১০ এর বিশ্বকাপ জয়ী স্পেনের মুখোমুখি হবে স্বাগতিক রাশিয়া। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

স্পেন গ্রুপ পর্ব পাড়ি দিয়েছে ১ জয় নিয়ে, বাকি দুটো ম্যাচেই ড্র করেছে। তবে একই গ্রুপে রোনালদোর পর্তুগাল থাকা সত্বেও, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড সিক্সটিনে স্প্যানিশরা। তাই সামর্থের বিচারে রুশদের থেকে এগিয়ে তারা।

দু-দলের ৬ দেখায় ৪ জয়ে পাল্লা ভারী স্পেনের। এছাড়া বিশ্বকাপের শেষ ১৪ ম্যাচেও অপরাজেয় ২০১০’র বিশ্বজয়ীরা। মসৃণ পথে কাটা এখন রাশিয়া। তবে প্রতিপক্ষের দূর্গ ভাঙতে প্রস্তুত চলতি আসরে তিন গোল করা ডিয়েগো কস্তা। সঙ্গে থাকবেন ইস্কো , রামোস, ইনিয়েস্তারা।

এদিকে রাশিয়ার শক্তি ঘরের মাঠ। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ৮ বার বল পাঠিয়েছে তারা। তবে শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ৩ গোল হজম করেছে স্বাগতিকরা। এখন এই আসরে তিন গোল করা ডেনিশ চেরিশেভ ও জুবাই তাদের ভরাসা।