রোববার শুরু দ্বিতীয় লেগ, নেই অংশগ্রহণ ফি

রোববার শুরু দ্বিতীয় লেগ, নেই অংশগ্রহণ ফি

শেয়ার করুন

Sports

ক্রীড়া ডেস্ক।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ শুরু হবে আগামীকাল (রোববার) থেকে। দ্বিতীয় লেগ শুরু হতে যাচ্ছে অথচ প্রিমিয়ার লিগের অংশগ্রহণ ফি এখনো পায়নি ক্লাবগুলো।

করোনা পরবর্তী সময়ে ক্লাবগুলো আর্থিক সমস্যায় জর্জরিত। এই সময়ে বাফুফে ক্লাবগুলোর ন্যায্য ফিই দিচ্ছে না।

বাফুফে ক্লাবগুলোকে নানা সময় পেশাদারিত্বের কাঠগড়ায় দাঁড় করায়। অথচ বাফুফেই পেশাদারিত্ব বজায় রাখছে না। ক্লাবগুলোর লিগের অংশগ্রহণ ফি বকেয়া প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদকের ব্যখ্যা,‌ ‘আমরা রেফারিদের অনেক বকেয়া অর্থ পরিশোধ করেছি।

ঢাকার বাইরে ভেন্যু ব্যবস্থাপনায় কিছু খরচ হচ্ছে। স্পন্সরের কাছ থেকে অর্থ পেলে ঈদের আগেই ক্লাবগুলোকে লিগের অংশগ্রহণ ফি দেয়া হবে।

ঢাকা মোহামেডানের ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরি প্রিন্স বলেন,‌ ‘সম্প্রতি ফেডারেশনের কাছ থেকে এক লাখ টাকার চেক পেয়েছে মোহামেডান ক্লাব। হয়তো কোনো টুর্নামেন্টের অংশগ্রহণ ফি। ক্লাবগুলোর প্রতিনিয়ত অনেক ব্যয় হচ্ছে।

ংঈদের আগে ফেডারেশনের অর্থ পেলে ভালো হবে।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশীপ লিগও চলছে। সেই লিগের অংশগ্রহণ ফি বকেয়া ছিল। দ্বিতীয় লেগ শুরুর আগে চ্যাম্পিয়নশীপ লিগের ক্লাবগুলোকে অংশগ্রহণ ফি দিয়েছে বাফুফে।