রেকর্ড দামে অস্কার’কে বিক্রি করল চেলসি

রেকর্ড দামে অস্কার’কে বিক্রি করল চেলসি

শেয়ার করুন

oscar-chelsea-416431এটিএন টাইমস ডেস্ক:

আগামী বছর জানুয়ারিতে চেলসি থেকে সাংহাই এসআইপিজিতে যোগ দিচ্ছেন অস্কার। ব্রাজিলিয়ান তারকার ক্লাব ছাড়ার খবর শুক্রবার জানায় প্রিমিয়ার লিগের শীর্ষ দল।

চেলসি তাদের রেকর্ড দামে চীনা জায়ান্টের কাছে অস্কারকে বিক্রি করছে। ৬০ মিলিয়ন পাউন্ডে তাকে ছেড়ে দিচ্ছে ব্লুরা। ২০১৪ সালে ডেভিড লুইজকে ৫০ মিলিয়ন পাউন্ডে পিএসজির কাছে বিক্রি করেছিল চেলসি। এবার তারা সেই ক্লাব রেকর্ডকে ছাড়িয়ে গেল অস্কারকে বিক্রি করে।

এনিয়ে কোনও প্রিমিয়ার লিগ ক্লাব চতুর্থ সর্বোচ্চ দামে খেলোয়াড় বিক্রি করলো। বর্তমানে রেকর্ডটি টটেনহ্যামের, রিয়াল মাদ্রিদের কাছে তারা ২০১৩ সালে গ্যারেথ বেলকে বিক্রি করেছিল ৮৫ মিলিয়ন পাউন্ডে। তারও চার বছর আগে ম্যানইউ ৮০ মিলিয়ন পাউন্ডে স্প্যানিশ জায়ান্ট রিয়ালের কাছে বেঁচে দেয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

২০১৪ সালে লিভারপুল ৬৫ মিলিয়ন পাউন্ড আয় করেছিল বার্সার কাছে লুই সুয়ারেসকে দিয়ে। এবার অস্কারকে বিক্রির সিদ্ধান্ত নিয়ে চেলসি এল চার নম্বরে।