রেকর্ডময় এক সিরিজ উপহার দিল টাইগাররা

রেকর্ডময় এক সিরিজ উপহার দিল টাইগাররা

শেয়ার করুন

Bangladesh cricketer  Mehidy Hasan (C) acknowledges as he takes six wickets during the third day of the second Test cricket match between Bangladesh and West Indies at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on December 2, 2018. (Photo by MUNIR UZ ZAMAN / AFP)        (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
স্পোর্টস ডেস্ক :

উইন্ডিজকে হোয়াইটওয়াশের দিনে অনন্য নজির গড়েছে বাংলাদেশ। টাইগাররা প্রথমবার কোন দলকে হারালো ইনিংস ব্যবধানে। আবার সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ম্যাচে দুইবার দশ উইকেট পাওয়ার নজীর গড়েছেন মেহেদি মিরাজ। সব মিলে ঢাকা টেস্টে স্বাগতিকরা উপহার দিয়েছে বেশ কয়েকটি রেকর্ড।

চট্টগ্রাম জয়ের পর রেকর্ড দিয়েই ঢাকা টেস্ট শুরু করে বাংলাদেশ। প্রথমবার সাদা পোশাকে কোন পেসার ছাড়াই সাকিববাহিনী। আর চার স্পিনার মিলে পৌনে তিন দিনেই জয় উপহার দিয়েছে ভক্ত-সবর্থকদের।

টস জেতা বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৫০৮। যেখাই ১১ ব্যাটসম্যানের প্রত্যেকেই অন্তত দুই অঙ্কের ঘর স্পর্শ করেছে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে যা প্রথম, সব মিলে ১৪তম।

মিরাজ জাদুতে প্রথম ইনিংসে ১১১ রানে অল-আউট হয় ক্যারিবীয়রা। ফলে বাংলাদেশ লিড পায় ৩৯৭ রানের। সংখ্যাটি বিশ্ব ক্রিকেটে আহামরি না হলেও বাংলাদেরে জন্য এটাই সর্বোচ্চ।

আবার প্রথম দিন ওয়েস্ট ৭৫ রানে হারায় ৫ উইকেট। প্রত্যকেই বোল্ড আউট। টেস্ট ক্রিকেটে এই ঘটনা শেষবার ঘটেছে ১৯৮০ সালে। ১২৮ বছর পর আবারো তার পুনরাবৃত্তি হলো। একুশ শতকে প্রথম, তাও আবার বাংলাদের হাত ধরে।

শেরে বাংলা জয়ে সবচেয়ে বড় অবদান মেহেদি মিরাজের। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসোরা। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেও মিরাজ দু্ই ইনিংসেই নিয়েছিলেন ৬টি করে উইকেট। সাকিব আল  হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ম্যাচে দুইবার ১০ উইকেট নিলিন তিনি। ৮০ উইকেট নিয়ে সাদা পোশাকে স্বদেশিদের মধ্যে উঠে এলেন চারে।

এম্যাচে টাইগারদের সবচেয়ে বড় অর্জন ইংনিস ব্যবধানে জয়। ২০০০ সালে অভিষেকের পর খেলা হলো ১১২ টেস্ট। জয় মাত্র ১২টি। তবে বাংলাদেশ এর আগে কখনই জেতেনি ইনিংস ব্যবধানে। এবার ক্যরিবীয়দের হোয়াই ওয়াশ করার সাথে সাথে প্রথমবারের মত পেল ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ।