রাগবিতে ফিজির স্বর্ণ জয়

রাগবিতে ফিজির স্বর্ণ জয়

শেয়ার করুন

12FIJIweb-master768

স্পোর্টস ডেস্ক:

রিও অলিম্পিকে রাগবিতে গ্রেট ব্রিটেনকে হারিয়ে স্বর্ণ পদক জয় কলো ফিজি। এটি অলিম্পিকে ইতিহাসে  তাদের প্রথম স্বর্ণ পদক জয়।

ফাইনালে ফিজি গ্রেট ব্রিটেনের বিপক্ষে জিতেছে ৪৩-৭ ব্যবধানে। সেমিফাইনালে জাপানকে হারিয়ে ফাইনালে ওঠে ফিজি। ব্রিটেন হারায় দক্ষিণ আফ্রিকাকে। এদিকে ব্রোঞ্জের লড়াইয়ে শেষ হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা। রিও অলিম্পিক রাগবিতে দারুণ খেলা জাপানের বিপক্ষে তারা জিতেছে ৫৪-১৪ ব্যবধানে।

১৯২৪ সালে প্যারিস অলিম্পিকে শেষবারের মতো অনুষ্ঠিত হয়েছিল রাগবি। এবার রিও অলিম্পিকে তাই রাগবির প্রত্যাবর্তনটা ছিল ঐতিহাসিকই। রাগবি সাধারণত খেলা হয়ে থাকে ১৫ জন খেলোয়াড় নিয়ে গঠিত দুটি দলের মধ্যে। তবে এবারের রিও অলিম্পিকে ১৫ জন খেলোয়াড়ের নয় বরং প্রতি দলে সাতজন খেলোয়াড় নিয়ে খেলা হয়েছে।