রবিবার থেকে শুরু সাত জাতির হ্যান্ডবল টুর্নামেন্ট

রবিবার থেকে শুরু সাত জাতির হ্যান্ডবল টুর্নামেন্ট

শেয়ার করুন

handball_the_ballএটিএন টাইমস ডেস্ক: 

রবিবার থেকে শুরু হচ্ছে সাত জাতির ইসলামী ব্যাংক আইএইচএফ ট্রফি হ্যান্ডবল টুর্নামেন্ট। বিকেল চারটায় হ্যান্ডবল স্টেডিয়ামে আনুষ্ঠিকভাবে উদ্বোধন হবে এ প্রতিযোগিতার।

আইএইচএফ ট্রফি অবশ্য মূল জাতীয় দলের আসর নয়, ছেলেদের বিভাগে খেলে অনূর্ধ্ব-২১ দল, মেয়েরা অংশ নেয় অনূর্ধ্ব-১৯ পর্যায়ে। গত এসএ গেমসে মেয়েদের সিনিয়র জাতীয় দল পাকিস্তানকে হারিয়েই ভারতের বিপক্ষে ফাইনালে খেলেছিল। ছেলেরা তা পারেনি। তৃতীয় হয়েছে পাকিস্তানের কাছে হেরে।

এবারের আসরে ছেলেদের চ্যালেঞ্জটাই তাই বেশি। আইএইচএফ ট্রফি হচ্ছে ২০১০ সাল থেকে। এ পর্যন্ত তিনটি আসর হয়েছে, তিনবারই তৃতীয় হয়েছে বাংলাদেশের ছেলেরা। মেয়েরা খেলছে ২০১৪ সালে দ্বিতীয় আসর থেকে। প্রথমবার চতুর্থ হয়ে পরেরবারই শিরোপা উৎসবে ভাসিয়েছে তারা বাংলাদেশকে।

স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এ আসরের অন্যান্য দল গুলো হচ্ছে ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও মালদ্বীপ।