যুক্তরাষ্ট্রের আধিপত্যে শেষ রিও অলিম্পিক

যুক্তরাষ্ট্রের আধিপত্যে শেষ রিও অলিম্পিক

শেয়ার করুন

Capture

স্পোর্টস ডেস্ক :

বরাবারের মতো এবারও অলিম্পিকের পদক তালিকায় নিজেদের আধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। রিও অলিম্পিকে ৪৬টি স্বর্ণ, ৩৭টি রৌপ্য ও ৩৮টি ব্রোঞ্জসহ ১২১টি পদক নিয়ে শীর্ষস্থান দখল করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা।

এছাড়া ২৭টি স্বর্ণ ও ২৩টিসহ মোট ৬৭ পদক জিতে দ্বিতীয় স্থানও ধরে রেখেছে যুক্তরাজ্য। ২৬টি স্বর্ণ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীন। সঙ্গে ১৮টি রৌপ্য পদকও জিতেছে চীনা অ্যাথলেটরা। রাশিয়া ১৯টি স্বর্ণ নিয়ে আছে চতুর্থ স্থানে। আর ১৭টি স্বর্ণ জিতেছে জার্মানি। তাদের অবস্থান পঞ্চমে।

এরপরই রয়েছে এশিয়ার প্রতিনিধি জাপান। তারা ১২টি স্বর্ণসহ ৪১টি পদক জিতে আছে ষষ্ঠ স্থানে। ১০টি স্বর্ণ জিতে ফ্রান্স পেয়েছে সপ্তম স্থান। এশিয়ার আরেক প্রতিনিধি দক্ষিণ কোরিয়া ৯ স্বর্ণসহ ২১টি পদক জিতে হয়েছে অষ্টম।

এবারের অলিম্পিকে ৭৮টি দেশ পদক তালিকায় নিজেদের যুক্ত করতে পেরেছে। এরমধ্যে স্বর্ণ পদক জিতেছে ৫৪টি দেশ।