ম্যারাথনে কেনিয়ার স্বর্ণ

ম্যারাথনে কেনিয়ার স্বর্ণ

শেয়ার করুন

Germany Berlin Marathon

স্পোর্টস ডেস্ক:

রিও অলিম্পিকের শেষ দিন ছেলেদের ম্যারাথনে সেরা হয়ে ইতিহাস গড়লেন কেনিয়ার এলিয়াদ কিপচগে। সমাপনী অনুষ্ঠানে আইওসি প্রধান টমাস বাকের হাত থেকে স্বর্ণপদক নেন এলিয়াদ।

মেয়েদের ম্যারাথনে সোনা জিতেছিলেন কেনিয়ার জেমিমা জেলাগাত সামগং। মেয়েদের পর এবার ছেলেদের অলিম্পিক ইতিহাসে এই প্রথম দুই ম্যারাথনেই সোনা জিতল একটি কেনিয়ার অ্যাথলেটরা।

রিও অলিম্পিকের শেষ দিন রোববার ফিনিশিং লাইন ছোঁয়ার সময় ৩১ বছর বয়সী কিপচগের ধারে-কাছে কেউ ছিল না। তাঁর সময় লেগেছে দুই ঘণ্টা আট মিনিট ৪৪ সেকেন্ড। ইথিওপিয়ার ফেইসা লিলেসা রুপা ও যুক্তরাষ্ট্রের গ্যাইলেন রাপ ব্রোঞ্জ পদক পান। এর আগে ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে ৫ হাজার মিটারে অংশ নিয়েছিলেন কিপচগে। পরে তিনি ম্যারাথনে দৌড়ানো শুরু করেন।