ম্যারাডোনার ছোট ভাইয়ের মৃত্যু

ম্যারাডোনার ছোট ভাইয়ের মৃত্যু

শেয়ার করুন

Maradona

ক্রীড়া ডেস্ক।।

দিয়েগো ম্যারাডোনার মৃত্যু হয়েছে ১৩ মাস হল। এবার বছর ঘুরতেই অকালে চলে গেলেন তাঁর ছোট ভাই হুগো ম্যারাডোনা।  তার বয়স হয়েছিল ৫২ বছর।

আজ (২৮ ডিসেম্বর) মঙ্গলবার ইতালির নাপলসে নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর।

রয়টার্স জানিয়েছে, বড় ভাই দিয়েগোর মতো হুগো নিজেও ছিলেন পেশাদার ফুটবলার। ১৯৮৭ সালে ১৮ বছর বয়সে নাপোলিতেও যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু দলটির হয়ে খেলা হয়নি তার। তাকে ধারে পাঠানো হয় আরেক ইতালিয়ান দল আসকোলিতে।

এমনকি ১৮ বছর বয়সে নাপোলির মতো ক্লাবে চুক্তিবদ্ধও হয়েছিলেন। এরপর খেলেন আসকোলিতে। তবে ম্যারাডোনার মতো এত নামডাক হয়নি তার।

ইতালিয়ান সংবাদপত্র ‘লা গেজেটা ডেলো স্পোর্ট’ প্রথম হুগো ম্যারাডোনার মৃত্যুর খবরটি প্রকাশ করেছে। বড় ভাইয়ের মৃত্যুর ১৩ মাস পার হতেই চলে গেলেন ছোট ভাইও।

এর আগে কার্ডিয়াক অ্যারেস্টে গত বছরের ২৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন ও আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ডিয়েগো ম্যারাডোনা। তখন বয়স হয়েছিল ৬০ বছর।