ম্যানইউকে লজ্জার রেকর্ডের হাত থেকে বাঁচালেন ইব্রাহিমোভিচ

ম্যানইউকে লজ্জার রেকর্ডের হাত থেকে বাঁচালেন ইব্রাহিমোভিচ

শেয়ার করুন

4222782_herol

স্পোর্টস ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বনিম্ন পয়েন্টের বিব্রতকর রেকর্ড স্পর্শের শঙ্কা উড়িয়ে দিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ওয়েস্টব্রমউইচকে হারিয়েছে ২-০ গোলে। অন্যম্যাচে, ডিয়েগো কস্তার একমাত্র গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে চেলসি।

১৯৯২-৯৩ ও ২০০১-০২ এই দুই মৌসুমে ১৭ ম্যাচ খেলে মাত্র ২৭ পয়েন্ট অর্জন করেছিলো ম্যানইউ। এবার ও এমন শঙকায় পড়তে যাচ্ছিলো দলটি। তবে, ১৬ ম্যাচে ২৭ পয়েন্টে থাকা দলটি ১৭ ম্যাচে এবার পেয়েছে ৩০ পয়েন্ট। তাও জ্লাতান ইব্রাহিমোভিচের কল্যাণে।  এই তারকা স্ট্রাইকারের দুই অর্ধের দুই গোলে ওয়েস্ট ব্রমউইচ  হারিয়েছে জোসে মরিনিয়োর শিষ্যরা।4221522_herolএদিকে, ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪৩ মিনিটে ডিয়েগো কস্তার একমাত্র গোলে জয় পেয়েছে চেলসি।  এই জয়ে লিগে টানা ১১ জয়ে ক্লাব রেকর্ড স্পর্শ করলো চেলসি। এর আগে ২০০৯ সালে টানা ১১ ম্যাচ জিতেছিল দলটি। শনিবারের জয়ে ১৭ ম্যাচে চেলসির পয়েন্ট হল ৪৩। একটি করে ম্যাচ কম খেলা লিভারপুল ও আর্সেনালের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল কোন্তের শিষ্যরা।

দিনের অন্য ম্যাচে স্টোক সিটির সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে লেস্টার সিটি।