মোস্তাফিজের বদলে ডাক পেলেন আবুল হাসান

মোস্তাফিজের বদলে ডাক পেলেন আবুল হাসান

শেয়ার করুন

abul-hasan-raju
স্পোর্টস ডেস্ক :

ইনজুরির কারণে, আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজি শেষ হয়ে গেছে মোস্তাফিজুর রহমানের। তার জায়গায় দলে নেয়া হয়েছে আরেক পেসার আবুল হাসান রাজুকে। বিষয়টি আজ নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড।

আইপিএলের শেষেদিকে বা পায়ের ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। দেশে ফেরার পর, ইনজুরিতে কোন পরিবর্তন না আসায় ভারতে দলের সঙ্গে যেতে পারেননি এই পেসার।

দলে ডাক পাওয়া, আবুল হাসান রাজু শুক্রবার দেরাদুনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ২০১২ সালে সর্বশেষ বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন রাজু। তবে বিপিএলের শেষ আসরে ভালো পারফর্ম করায়, চলতি বছর দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে দেরাদুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ৩ জুন। ৫ ও ৭ জুন হবে সিরিজের বাকি দুটি ম্যাচ।