মুশফিকের সেঞ্চুরির পর বোলারদের দাপটে দুর্দান্ত জয়

মুশফিকের সেঞ্চুরির পর বোলারদের দাপটে দুর্দান্ত জয়

শেয়ার করুন

Bangladesh Cricket captain Mashrafe Mortaza (L) celebrates with teammates after he dismissed Sri Lankan batsman Upul Tharanga during the one day international (ODI) Asia Cup cricket match between Bangladesh and Sri Lanka at The Dubai International Cricket Stadium in Dubai on September 15, 2018. (Photo by ISHARA S. KODIKARA / AFP) (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

তামিম ইকবালের ত্যাগ আর মুশফিকের নজরকাড়া সেঞ্চুরি। পরে বাংলাদেশ বোলারদের উপযুক্ত বোলিং। দারুণ টিম ওয়ার্কে, আলোচিত এক জয়। এশিয়া কাপের উদ্ধোধণী ম্যাচে শ্রীলংকা ১৩৭ রানে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে, তামিমের রিটায়ার্ট হার্টে বিপদে পড়ে টাইগাররা। তবে চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন ১৩১ রানের জুটি লড়াইয়ের ভিত গড়ে দেয়।Bangladeshi batsman Mushfiqur Rahim celebrates after scoring 100 runs during the one day international (ODI) Asia Cup cricket match between Bangladesh and Sri Lanka at the Dubai International Cricket Stadium in Dubai on September 15, 2018. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)
ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে মিথুন বিদায় নেন ৬৩ রানে। এরপর মাহমুদুল্লাহ ও মোসাদ্দেকও দ্রুত বিদায় নেন। আহত তামিম ইকবালে এক হাতে ব্যাটিং করে মুশফিককে সঙ্গ দিলে ৪৯ দশমিক ৩ ওভারে ২৬১ রানে অলআউট হয় বাংলাদেশ। ষষ্ঠ সেঞ্চুরির পাশাপাশি ক্যারিয়ার সেরা ১৪৪ রান করে মুশফিক। মালিঙ্গা নেন ৪ উইকেট।

জবাবে,  শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে শ্রীলংকা। ৬৩ রানে ৬ উইকেট হারানো লংকানরা ১২৪ রানে অলআউট হয়। মাশরাফি-মোস্তাফিজ ও মিরাজ নেন ২টি করে উইকেট।